ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কলেজছাত্র সজল হত্যা মামলার প্রধান আসামি রিমান্ডে

প্রকাশিত: ১১:১৬ এএম, ১২ জানুয়ারি ২০১৭

ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের কলেজছাত্র সজল হত্যা মামলার প্রধান আসামি সাইদুল তালুকদার ওরফে কানবালা সাইদুলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে খুলনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচএম কবির হোসেনের আদালতে আসামির ১০দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফিরোজ জানান, জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামের কলেজছাত্র সজল হাওলাদারকে ২০১৬ সালের ৩ জুলাই সকালে গুলি করে হত্যা করে ছাইদুল তালুদারসহ তার সহযোগিরা।

এ ঘটনায় নিহত কলেজছাত্রের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে নলছিটি থানায় ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলার অন্য ৪ আসামি ঘটনার পরপরই গ্রেফতার হয়। তবে পলাতক থাকে অপর সাত আসামি। বুধবার রাতে নলছিটি থানা পুলিশ খুলনার দৌলতপুর উপজেলার মানিকতলা থেকে প্রধান আসামি ছাইদুলকে গ্রেফতার করে। ছাইদুল নলছিটি উপজেলার নাচনমহল গ্রামের মোহাম্মদ আজিজ তালুকদারের ছেলে। এ মামলার  ৬ আসামি এখনো পলাতক রয়েছে।

মো. আতিকুর রহমান/আরএআর/আরআইপি