ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে ট্রাকে পেট্রলবোমা হামলায় দগ্ধ ৫

প্রকাশিত: ০২:২৭ এএম, ২০ মার্চ ২০১৫

ফেনীতে মাছভর্তি ট্রাকে পেট্রলবোমা মেরেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে ফেনীর দাগনভূইয়া উপজেলার মাতুভূইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পেট্রলবোমা হামলায় ট্রাকচালক  ইউসুফ মারাত্মকভাবে দগ্ধ হন। তার অবস্থা আশঙ্কাজনক। আহত সকলকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়ছে। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দু`জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ফেনী আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অসিম কুমার সাহা জানান আহতদের শরীরের প্রায় ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।
 
অগ্নিদগ্ধরা হলো পিকআপ চালক মোহাম্মদ ইউসুফ (৫৫), হেলপার রবিউল ইসলাম (১৫), মাছ ব্যবসায়ী আবুল হোসেন (৪৫) ওয়াশিম (২৮)  রোকন (২৪)। এদের সকলের বাড়ী কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়।
 
তারা কুমিল্লার বুড়িচং থেকে মাছ বোঝাই করে নোয়াখালীর বসুরহাটে যাচ্ছিলেন।

এমজেড/এআরএস/এমএস