ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ : নিহত ১

প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭

জয়পুরহাটের কালাইয়ে বাঁশেরব্রিজ এলাকায় দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে বেলাল হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন। শুক্রবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল উপজেলার উদয়পুর গ্রামের মৃত আজিমুদ্দীনের ছেলে। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী জানান, রাত ৯টার দিকে জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া হানিফ পরিবহন ও বগুড়া থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী এইচআর পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলেই বেলাল হোসেনের মৃত্যু হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের দ্রুত  জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।


রাশেদুজ্জামান/এএইচ