ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশিত: ০৩:৪৩ এএম, ১৪ জানুয়ারি ২০১৭

দাম্পত্য কলহের জের ধরে শেরপুরের শ্রীবরদীতে গোলেছা বেগম (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। শুক্রবার বিকেলে শ্রীবরদী উপজেলার ৬নং ইউনিয়নের ধিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক স্বামী রাশেদ আলীকে ( ৪৩) আটক করেছে। রাশেদ ওই গ্রামের মৃত বাইন উদ্দিনের ছেলে।

শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে পারিবারিক কলহের জেরে রাশেদ আলী তার স্ত্রী গুলেছা বেগমকে গলায় গামছা পেচিয়ে পেটাতে শুরু করে। এসময় শ্বাসরোধে বাড়ির উঠানেই গুলেছা বেগম মারা যান। পরে প্রতিবেশীরা এসে ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ওসি জানান, ঘাতক রাশেদ আলী স্ত্রী হত্যার দায় স্বীকার করেছেন। রাতে লাশ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাকিম বাবুল/আরএআর/পিআর