ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে শীর্ষ সন্ত্রাসী বকরি রিপন গ্রেফতার

প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭

রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী তৌফিকুর রহমান রিপন ওরফে বকরি রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ধাপ জেল রোড হতে তাকে গ্রেফতার করা হয়। রিপন হত্যাসহ একাধিক মামলার আসামি।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দিবাকর এবং টিএসআই আইয়ুব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে ধাপ জেল রোড হতে গ্রেফতার করে।

রিপনের বিরুদ্ধে কোতয়ালী থানায় দুটি হত্যাসহ চাঁদাবাজি ও সন্ত্রাসীর ছয়টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।   

জিতু কবীর/এএইচ