নেত্রকোনায় বিএনপির ৪৮ নেতাকর্মীর জামিন
২০১৫ সালের ৫ জানুয়ারি নির্বাচন পরবর্তী অসহযোগ আন্দোলন চলাকালে দূর্গাপুরে ট্রাকে অগ্নিসংযোগ মামলায় কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ ৪৮ জন স্থানীয় বিএনপির নেতাকর্মী জামিন পেয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে ব্যারিস্টার কায়সার কামাল নেতাকর্মীদের নিয়ে নেত্রকোনা আদালতে হাজির হন। বেলা সাড়ে ১১টার দিকে আসামিরা জেলা জজ আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক একেএম রাশেদুজ্জামান রাজা তাদের ৪৮ জনের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১০ জানুয়ারি রাতে বালুবোঝাই ট্রাকে অগ্নিসংযোগের অভিযোগে দূর্গাপুর থানা পুলিশের এসআই মাজহারুল ইসলাম বাদী হয়ে ব্যারিস্টার কায়সার কামালসহ ৪৯ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সহ-সভাপতি অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন খান মিল্কী, মশিউর রহমান মশু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাসুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ উদ্দিন ফারাস, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল মাহমুদ, জেলা শ্রমিক দলের সভাপতি আদব আলী ও সম্পাদক রিপন মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কামাল হোসাইন/এএম/জেআইএম