ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নড়িয়ায় জমি নিয়ে বিরোধে বসত বাড়িতে আগুন

প্রকাশিত: ১০:৫৭ এএম, ২১ মার্চ ২০১৫

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পারাগাঁও গ্রামের জমি নিয়ে বিরোধের জের ধরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯টি বসত বাড়ি পুড়ে গেছে এবং এসময় আগুন নেভাতে গিয়ে ২ জন আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়রা জানায়, পারাগাঁও গ্রামের আবুল হাসেম বেপারী ও আয়নাল বেপারীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ নিস্পত্তির জন্য গত রোববার স্থানীয়রা সালিশ বৈঠক করে। বৈঠকে জমির সকল নথিপত্র দেখে আবুল হাসেম বেপারীর পক্ষে রায় দেয় সালিশকারীরা। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার মধ্যরাতে আবুল হাসেম বেপারীর বাড়িতে অগ্নিসংযোগ করে আয়নাল বেপারীর লোকজন।

এতে ৯টি বসত বাড়ি পুড়ে যায় এবং ভানু বিবি ও আবু হাসেম আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এমএএস/আরআই