ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শীত নেই পঞ্চগড়ে

প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭

ঘোর শীতকালেও শীতের দেখা নেই পঞ্চগড়ে। বিভিন্ন জেলায় শীতের তীব্রতা থাকলেও এই জেলাজুড়ে নেই শীতের আবহ। শৈত্যপ্রবাহ কবে আসবে-এই আকাঙ্ক্ষা নিয়ে প্রহর গুণছে শীতবিলাসী মানুষ। অসচ্ছলরা শীতের কাপড়-চোপড় সংগ্রহে ব্যস্ত। তাপমাত্রা নামতেই চাচ্ছে না কিছুতেই।

তবে সন্ধার পর ঘনকুয়াশা ও শীতের আমেজ থাকলেও সকাল হতে না হতেই ঝলমল রোদে জেগে উঠে পঞ্চগড়ে। রোববার জেলায় তাপমাত্রা ১১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করেছে।

তবে তেঁতুলিয়া এবং এর আশপাশ এলাকায় তাপমাত্রা কিছুটা কম ছিল। সন্ধার পর তীব্র শীত অনুভূত হলেও সকাল থেকে বেশ রোদ ছিল। রোববার সেখানে সর্বনিম্ন ৬.৭ এবং সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

পঞ্চগড় এবং আশপাশ এলাকায় সাধারণত পৌষের শেষ এবং মাঘের শুরুতে মাঝারি শৈতপ্রবাহের সঙ্গে তীব্র শীত অনুভূত হয়। এ সময়ে বাতাসে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করে। কিন্তু এবার ব্যতিক্রম আবহাওয়া লক্ষ্য করা গেছে পঞ্চগড়ে।

Panchagarh

ঘনকুয়াশার পরিবর্তে দিনের আলোয় ঝলমল করছে এলাকা। দিনের বেলা শীতের কাপড় পড়তে হয় না। মানুষজন স্বাভাবিক চলাফেরা করছে। মাঘের শীতেও ঘাম ঝরছে খেটে খাওয়া মানুষের।

শহরের মলানীপাড়া মহল্লার ষাটোর্ধ্ব মকবুল হোসেন বলেন, কথায় আছে, মাঘের শীতে বাঘ কাঁপে। এখন দেখছি সবকিছুই বদলে গেছে। রাতে শীত থাকলেও দিনে কোনো শীত নেই। এই সময়ে এমন গরম আবহাওয়া কখনো দেখি নাই। সামনে আরও কী দেখবো আল্লাহ-ই জানে।

তেঁতুলিয়া উপজেলার আবহাওয়া পর্যবেক্ষক মো. তৌহিদুল ইসলাম বলেন, রোববার তেঁতুলিয়া এবং আশপাশ এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬.৭ এবং সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পঞ্চগড় ময়দানদীঘি ডিগ্রি কলেজের প্রভাষক কুদরত ই খোদা মুন বলেন, শীতের কারণে এ সময়ে সাধারণত মানুষ ঘর থেকে বের হতো না। এবার আবহাওয়া এখানে ভিন্ন রুপে এসেছে। দিনে কোন শীত নেই। প্রচণ্ড রোদের কারণে শরীরে শীতের কাপড় রাখা যায় না। এটা জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব। কখন বৃষ্টি হবে, কখন খরা দেখা দেবে এটা এখন বোঝা মুশকিল।

সফিকুল আলম/এএম/জেআইএম