ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীসহ গ্রেফতার ৩৭

প্রকাশিত: ১১:৫৮ এএম, ২১ মার্চ ২০১৫

সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১৬ কর্মীসহ ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে শ্যামনগর উপজেলা মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাককে ১৫ দিনের বিনাশ্রম ও অপর এক জামায়াত নেতাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

এমজেড/আরআই