ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে পিকআপ ভর্তি জাটকা জব্দ

প্রকাশিত: ০১:০৪ পিএম, ২১ মার্চ ২০১৫

লক্ষ্মীপুরের রায়পুরে ১ হাজার কেজি জাটকাসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে মৎস্য কর্মকর্তা। শনিবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরমোহনা ইউনিয়নের বাঁশতলা নামক স্থান থেকে এ জাটকা আটক করা হয়।

এ সময় চালকসহ জেলেরা অভিযানের বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি জাটকাগুলো আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলমের পরামর্শে আটককৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরিবদের মাঝে বিতরণ করা হয়।

এমজেড/আরআই