ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

প্রকাশিত: ০২:০৭ পিএম, ২১ মার্চ ২০১৫

নারী শিক্ষার উন্নয়নের গুণগত শিক্ষার বিকল্প নেই- স্লোগানে শনিবার লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কলেজ অধ্যক্ষ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সাংসদ জয়নুল আবেদীন সরকার, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান ও আলহাজ নুরুজ্জামান। আরো বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের নবনির্বাচিত অভিভাবক সদস্য সহিদুল ইসলাম ও রমজান আলী। শিক্ষার্থীদের মধ্যে হাসিনা মনি, সঞ্চিতা আক্তার, জান্নাতুন্নাহার জেবিন প্রমুখ।

এমএএস/পিআর