ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘কুয়াকাটাকে ঘিরে তৈরি করা হয়েছে মাস্টার প্ল্যান’

প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৬ জানুয়ারি ২০১৭

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, কুয়াকাটা সমুদ্র সৈকতকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে কুয়াকাটাকে ঘিরে তৈরি করা হয়েছে মাস্টার প্ল্যান। আগামী ১০০ বছরে ১৮ কিলোমিটার দীর্ঘ এ সমুদ্র সৈকতের অবস্থা কী হবে তা মাস্টার প্ল্যানে নির্ধারণ করা হয়েছে।

‘আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই কুয়াকাটার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। সরকার কুয়াকাটাকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে তৈরি করতে কাজ করছে।

সোমবার বিকেলে পটুয়াখালীর কুয়াকাটায় আয়োজিত তিনদিনের ‘বিচ কার্নিভাল-২০১৭’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দক্ষিণ অঞ্চলের উন্নয়নের চাবিকাঠি উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, আমাদের সমুদ্র তলদেশে যে মৎস্য সম্পদসহ অন্যান্য সম্পদ রয়েছে, তা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হবে। সেজন্য কুয়াকাটাকে ঘিরে তৈরি করা হয়েছে মাস্টার প্ল্যান, যা বাস্তবায়নের কাজ চলছে।

পটুয়াখালীর জেলা প্রশাসক একেএম শামিমূল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের এমপি মাহবুবুর রহমান, পিরোজপুর-২ আসেনর এমপি একেএম আউয়াল, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন সচিব স্বপন কুমার সরকার, পটুয়াখালীর পুলিশ সুপার মোসফিকুর রহমান প্রমুখ।

গত ১৪ জানুয়ারি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আয়োজনে কুয়াকাটায় তিনদিনের বিচ কার্নিভাল-২০১৭ এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মহিবুল্লাহ চৌধুরী/এএম/জেআইএম