বীরগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
দিনাজপুর জেলার বীরগঞ্জে মোঃ ইয়াছিন আলী (৩০) নামে ৬ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ইয়াছিন আলী বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউপির সাদুল্ল্যাপাড়া গ্রামের মৃত মোঃ আছির উদ্দিনের পুত্র।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার থেকে তাকে আটক করে পুলিশ।
বীরগঞ্জ থানার এএসআই মোঃ বদিউজ্জামান জানান, শনিবার রাত সাড়ে ১২টায় বীরগঞ্জের নিজপাড়া ইউপির প্রেমবাজার থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। পরে নাম ঠিকানা যাচাই-বাছাইয়ের সময় তিনি ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এই বিষয়টি পুলিশের কাছে ধরা পড়ে।
বীরগঞ্জ থানার ওসি কে এম শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়রা মামলা ৩৬৭/০৭ ধারার সে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এমজেড/পিআর