ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে নির্মাণ শ্রমিকদের বিক্ষাভ

প্রকাশিত: ০৯:১০ এএম, ১৮ জানুয়ারি ২০১৭

নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) ঘোষিত ১২ দফা দাবি আদায়ে ঝালকাঠিতে বিক্ষোভ করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। বুধবার সকাল ৯টার দিকে শহরের ব্রাক মোড়স্থ সংগঠনের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পূর্ব চাঁদকাঠি চৌমাথা প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংগঠনের ঝালকাঠি জেলার সভাপতি মো. ফারুক হোসেন মিনারের সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য দেন নূর আলম মুন্সি, যুগ্ম সম্পাদক মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদ মুন্সি, দফতর সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। এসময় সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাসস্থান, কর্মস্থলে নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশসহ নির্মাণ শ্রমিকদের পেশাগত স্বার্থ সংশ্লিষ্ট ১২ দফা দাবি আদায়ে এ কর্মসূচি ঘোষণা করে ইনসাব।

আতিকুর রহমান/আরএআর/জেআইএম