ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে ৩ ক্লিনিককে ৬ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১০:২৬ এএম, ১৯ জানুয়ারি ২০১৭

অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে নাটোর শহরের ৩ ক্লিনিকে অভিযান চালিয়ে ৬ লাখ ৭৫ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহরের হরিশপুর এলাকায় আল সান হাসপাতালে অভিযান চালায়।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ এবং পর্যাপ্ত ডাক্তার না থাকায় হাসপাতাল মালিক শহিদুল ইসলামকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক সারোয়ার আলম এ জরিমানা করেন।

এছাড়া একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার, সদর হাসপাতাল চত্বর এলাকায় বিসমিল্লাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. মঞ্জুর আহমেদ, র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

রেজাউল করিম রেজা/এএম/এমএস