জয়পুরহাটে ফেন্সিডিলসহ এক ব্যবসায়ী গ্রেফতার
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৪`শত বোতল ফেন্সিডিলসহ ওয়াহেদ আলী (২০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার সকাল ১০টার সময় পুরানাপৈল বাইপাস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যবসায়ী কালাই উপজেলার পাঁচগ্রামের মোঃ আব্দুর রহমান সরকারের ছেলে।
র্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, টহলরত র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ঐ ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করে ।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান,উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমজেড/আরআইপি