লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
লালমনিরহাট সদর উপজেলায় অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে মরিয়ম (১০) নামের এক স্কুলছাত্রীর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হারাটি ইউনিয়নের ওকরাবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। মরিয়ম ওকরাবাড়ি গ্রামের আসকার আলীর মেয়ে এবং স্থানীয় ঢাকানাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী জানায়, স্কুল ছুটি হলে মরিয়ম তার ক্লাসের অন্যান্য শিক্ষার্থীদের সাথে বাড়ি ফিরছিল। পথিমধ্যে অকরাবাড়ী বাজার রোডে পিছন দিক থেকে একটি অটোরিক্সা মরিয়মকে ধাক্কা দিলে সে চাকার নিচে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় মরিয়মকে স্থানীরা লারমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা অটোরিক্সাটি আটক করলেও চালক পালিয়ে যায়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এসএইচএ/পিআর