ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শীতকালেও জলাবদ্ধতা : ভোগান্তিতে শতাধিক পরিবার

প্রকাশিত: ০৩:১৪ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

ঝালকাঠি শহরের ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় এবং মদন মোহন আখড়া বাড়ির পিছনে ও পুরাতন গোরস্থান সংলগ্ন কারাগার সড়কের পশ্চিম পাশে শীত মৌসুমেও রয়েছে জলাবদ্ধতা। এতে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে প্রতিনিয়ত।

শ্বাসকষ্ট ও পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শতাধিক পরিবারের বাসিন্দারা। বিশেষ করে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এমনকি পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে গত বর্ষা মৌসুমে এক বৃদ্ধ মারাও গেছেন। জলাবদ্ধতার কারণে শতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে।

বাসিন্দা বৃদ্ধা মীরা দাস জানান, এখন শীত মৌসুম তারপরেও পিছনের জলাবদ্ধতার পানি ঘরের মধ্যে ওঠে। সে কি দুর্গন্ধ। বাধ্য হয়ে সিমেন্ট দিয়ে বাধ তৈরি করে পানি আটকিয়ে রেখেছি। গত বর্ষা মৌসুমে ঘরের মধ্যে পানি উঠে থাকায় আলমারি, খাট, সোফা সব নষ্ট হয়ে গেছে। ঘরের মধ্যেও ইট বিছিয়ে চলাচল করতে হয়েছে।

বর্ষার ৩ মাসে আমাদের পায়ে ঘা হয়ে গিয়েছিলো। আমার স্বামী সত্যব্রত দাস ঠাণ্ডাজনিত কারণে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে গতবছরের ২৭ আগস্ট মারা যান। জলাবদ্ধতা দূরীকরণে পৌরসভায় একাধিকবার যোগাযোগ করা হয়েছে।

ভুক্তভোগী বাসিন্দা শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বলেন, শীতমৌসুমেও বাসার সামনে জলাবদ্ধতা রয়েছে। পৌর মেয়রকে জলাবদ্ধতার বিষয়টি অবহিত করা হয়েছে।
 
ভুক্তভোগী বাসিন্দা অ্যাড. এমএ জলিল জানান, আমাদের বাসার সামনে জলাবদ্ধতার কারণে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। বাসায় থাকা দায় হয়ে পড়েছে।

পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, ওখানের জলাবদ্ধতার বিষয়টি আমার নলেজে আছে। ভুক্তভোগীরা আমাকে জানিয়েছে। দ্রুত পয়োনিষ্কাশনের ব্যবস্থা করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আতিকুর রহমানি/এফএ/এমএস