ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আর ভিক্ষা করবেন না তারা

প্রকাশিত: ০১:১১ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭

অভাবের জন্য ভিক্ষা করতাম। দু’মুঠো খাওয়ার জন্য ঘর থেকে বের হতাম। এখন আর অভাব থাকবে না। তাই আর ভিক্ষা করবো না। এমন শপথবাক্য পাঠ করলেন সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ৫০ জন ভিক্ষুক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেনের উদ্যোগে ইউনিয়নের ২৬ জনসহ অসহায় দুর্দশাগ্রস্ত ৫০ জনকে পুনর্বাসন করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে খলিলনগন ইউনিয়ন পরিষদ চত্বরে তারা ভিক্ষা করবেন না বলে শপথ করেন। এ সময় এসব ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র, সাবান, বালতি, স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজুসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন জাগো নিউজকে বলেন, এ সকল ভিক্ষুক ও অসহায়দের ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, নগদ অর্থ দেয়া হয়েছে।

এছাড়া মঙ্গলবার কম্বল, বালতি, বদনা, সাবান ও স্যানিটেশন সামগ্রী দেয়া হলো। তারা আর ভিক্ষা করবে না এ মর্মে শপথ করেছেন।

আকরামুল ইসলাম/এএম/আরআইপি