ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আনসারী মারা গেছেন

প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৫ জানুয়ারি ২০১৭

পঞ্চগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা হাফিজ আনসারী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স ছিল ৯৬ বছর।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে বোদা উপজেলার কাজলদিঘীর নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যকালে তিনি ৩ স্ত্রী, ৪ ছেলে এবং ৫ মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুম হাফিজ আনসারী তৎকালীন পঞ্চগড় মহকুমা এবং জেলা প্রতিষ্ঠার আন্দোলনের রূপকার ছিলেন। বাংলাদেশ বেতারসহ তিনি দীর্ঘদিন বিভিন্ন গণমাধ্যমে জেলা প্রতিনিধি হয়ে কাজ করেছেন।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পৌরসভা মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, সাধারণ সম্পাদক সফিকুল আলমসহ বিভিন্ন সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

সফিকুল আলম/এএম/এমএস