ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এলাকাবাসীর উদ্যোগে সাতক্ষীরায় নদীর বেড়িবাঁধ সংস্কার

প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৫ মার্চ ২০১৫

সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদীর ভাঙনকবলিত বেড়িবাঁধটি অবশেষে  এলাকাবাসী তাদের নিজ উদ্যোগে সংস্কার কাজ সম্পন্ন করেছে। বুধবার দূর্গাবাটি-মাদিয়া এলাকার স্থানীয় সাত শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে  এ সংস্কার করে। বাঁধ সংস্কার কাজ সম্পন্ন হলেও স্থানীয়দের আতংক পরবর্তী জোয়ারে বাঁধটি টিকবে কিনা।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে প্রবল জোয়ারের স্রোতে খোলপেটুয়া নদীর আড়াই’শ ফুট বেড়িবাঁধ ভেঙ্গে দুই হাজার বিঘা মৎস্য ঘের তলিয়ে যায়। ধসে পড়ে প্রায় দুইশ’ কাচা ঘর-বাড়ি। ক্ষয়ক্ষতির পরিমান দাড়ায় প্রায় ১০ কোটি টাকা।

এরপর মঙ্গলবার দুপুরে বাঁধটি সংস্কার করার পরই প্রবল জোয়ারের স্রোতে ৭০ ফুট এলাকা জুড়ে তা ভেঙ্গে যায়। পানিতে তলিয়ে যায় বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়নের কমপক্ষে ১২টি গ্রাম । সেখানে দেখা দেয় সুপেয় পানির সংকট। এলাকা ছেড়ে অনেক মানুষ নিরাপদ স্থলে আশ্রয় নেন। বুধবার সকালে আবারও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি সংস্কার করা হয়।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি সংস্কার করা হয়েছে। রোববার খোলপেটুয়া নদীর আড়াই’শ ফুট বেড়িবাধ ভাঙ্গনের ফলে উক্ত এলাকার মৎস্যঘের, বাড়িঘর, কৃষি জমি পানিতে ভেসে প্রায় ১০ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

শ্যামনগর উপজেলা উপবিভাগীয় প্রকৌশলী বিশ্বজিত বৈদ্য জানান, স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে জোয়ারের পানি আটকানো সম্ভব হয়েছে। তবে পরবর্তী জোয়ারে কি হবে সেটি দেখভাল করা হচ্ছে। বাঁধের দুর্বল পয়েন্টগুলো নজরদারিতে রাখা হয়েছে।

এসএইচএ/পিআর