চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না ফুলেছার
চিকিৎসা শেষে আর বাড়ি ফেরা হলো না শেরপুরে ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের ফুলেছা খাতুনের। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঘাতক ট্রাক তার প্রাণ কেড়ে নেয়। ফুলেছা ডেফলাই গ্রামের মৃত কছর মন্ডলের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফুলেছা খাতুন (৭৫) জামালপুর থেকে চোখের চিকিৎসা করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইগাতী বাজারের শিমুলতলীতে রাস্তা পার হয়ে ইজিবাইকে উঠার সময় পেছন থেকে আসা একটি ঘাতক ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
অন্যদিকে, দুপুর দেড়টার দিকে ঝিনাইগাতী বাজার থেকে সিএনজি অটোরিক্সা যোগে শেরপুর শহরে যাওয়ার পথে পাগলার মুখ নতুন সড়ক নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় যুবক আহাম্মেদ শরীফ ঘটনাস্থলেই নিহত হন। নিহত আহম্মেদ শরীফ (২৬) দক্ষিণ গান্ধিগাও গ্রামের মৃত জুনায়েত আলীর ছেলে।
ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক দুইটি আটক করা সম্ভব হলেও চালকরা গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি।
হাকিম বাবুল/এআরএ/পিআর