ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭

শেরপুরে দলীয় নেতাকর্মী-সমর্থকদের বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন করে জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করলেন নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর রুমান।

বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন বাসটার্মিনাল থেকে দলীয় নেতাকর্মীসহ বিশাল সমর্থক পরিবেষ্টিত হয়ে শোভাযাত্রা সহকারে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্যরাও তার সঙ্গে ছিলেন।  

নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান রুমান ও সদস্যবৃন্দ জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে পৌঁছলে বিদায়ী জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল হালিম ও জেলা পরিষদেও কর্মকর্তা-কর্মচারীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান।

পরে জেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন উপজেলার উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ৫২ ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান মো. হুমায়ুন কবির রুমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের এমপি প্রকৌশলী ফজলুল হক চাঁন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানোয়ার হোসেন ছানু, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমেদ, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মো. ফজলুল হক, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, অধ্যক্ষ আখতারুজ্জামান প্রমুখ।

দায়িত্বগ্রহণের পর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান বলেন, জেলা পরিষদের  মাধ্যমে জেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। জেলা পরিষদের কর্মকাণ্ডে কোনো প্রকার অসচ্ছতা থাকবে না। আগে কি হয়েছে জানি না, তবে এখন থেকে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রতি ইউনিয়নে সমবন্টন করা হবে।

হাকিম বাবুল/এএম