ধামইরহাটে তেলের ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৮
জেলার ধামইরহাট উপজেলা সদরের পূর্ব পাশে ন্যাশনাল ফিলিং স্টেশনের তেলের ট্যাংক বিস্ফোরণে ৮ জন মারাত্মক দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্যাংক লরি থেকে তেল ফিলিং স্টেশনের ট্যাংকে নামানোর সময় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ন্যাশনাল ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী আকতার হোসেনের ছেলে মাসুম, কর্মচারী শিবচরণ, বাস ড্রাইভার বাবু, বাসের সুপার ভাইজার পান্না, শিমুল, সাইফুল, ইসরাফিল ও তাওহিদ মারাত্মক আহত হয়।
আহতদের মধ্যে মাসুম, বাবু ও পান্নার শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আব্বাস আলী/এফএ/পিআর