ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে মা সমাবেশ

প্রকাশিত: ০৪:০১ এএম, ২৬ মার্চ ২০১৫

শিক্ষার মানোন্নয়নে মায়েদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলাধীন গাবখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সুলতান হোসেন খান তার প্রধান অতিথির বক্তব্যে  মায়েদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

তিনি বলেন,শিশুর শিক্ষায় ও প্রতিটি সংসার পরিচালনায় মায়ের ভূমিকা অগ্রগণ্য। তাই প্রতিটি মা আন্তরিক ও সচেতন হলে দুর্নীতিমুক্ত সমাজ গড়া সহজ হবে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে গতকাল বিকেল ৪টায়  অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটি (এস.এম.সি)’র সভাপতি মোঃ এনামুুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী খান।
 
অন্যান্যের মধ্যে সনাক সভাপতি (ভারপ্রাপ্ত) হেমায়েত উদ্দিন হিমু, মায়েদের মধ্যে শিউলি বেগম, মাকসুদা বেগম এবং নাঈমা বেগম বক্তব্য রাখেন।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঞা আসাদুজ্জামান ও অনুষ্ঠান পরিচালনা করেন কমলেন্দু গুহ।

এসময় এসএমসি ও পিটিএ এর সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তিসহ প্রায় শতাধিক নারী পুরুষ সমাবেশ উপস্থিত ছিলেন।

এমজেড/পিআর