দিনাজপুরে বোমা বিস্ফোরণে যুবক নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে বোমা বিস্ফোরণে মনিরুজ্জামান (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত মনিরুজ্জামান উপজেলার দাউদপুর ইউপির আখিরাবাজার গ্রামের মো. অফির উদ্দিনের ছেলে এবং মুদি ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ এলাকায় নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে।
দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম জানান, পাশের ধান ক্ষেতে কুড়িয়ে পাওয়া একটি বস্তু নিয়ে এসে মনির নিজ দোকানের সামনে খুলতে গেলে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই সে নিহত হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মিষ্টির প্যাকেটে বোমা সদৃশ্য বস্তুটি নাড়াচাড়ার সময় বিস্ফোরণে মনির নিহত হয়। কিভাবে তার কাছে মিষ্টির প্যাকেটটি আসলো। সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এসএইচএ/এমএস