ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাণীনগরে ককটেল ফাটিয়ে ডাকাতি, আহত ৩

প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

নওগাঁর রাণীনগর উপজেলার ভেবড়া গ্রামে কৃষক বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ১৫/২০ জন ডাকাতের একটি সংঘবদ্ধ দল বাবলুর বাড়িতে ঢুকে। বাড়ির লোকজন বুঝতে পেরে চিৎকার করলে ডাকাতরা ৮-১০ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ডাকাতরা বাড়ির গৃহকর্তা বাবলু (৫০), গৃহিণী লাভলী (৪৫) এবং প্রতিবেশীর ছেলে আলমকে (২২) পিটিয়ে আহত করে। প্রায় ঘণ্টাব্যাপী সময় নিয়ে ডাকাতি শেষে লক্ষাধিক টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। আহত তিনজনকে চিকিৎসার জন্য রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া  হবে।

আব্বাস আলী/আরএআর/জেআইএম