ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: ১১:১০ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

শেরপুরে নকলার ডাকাতিয়াকান্দা গ্রামের মাদরাসাছাত্রী ধর্ষণ মামলার রায়ে ফরহাদ হোসেন ওরফে সোনালী (৩১) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে ওই অর্থ ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দেয়া হয়।

রোববার দুপুরে শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন সাজাপ্রাপ্ত ফরহাদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ফরহাদ হোসেন ওরফে সোনালী নকলার ডাকাতিয়াকান্দা গ্রামের ইয়াদ আলীর ছেলে। রায় ঘোষণার সময় ফরহাত আদালতে উপস্থিত ছিলেন।

শিশু আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুল জানান, শিশু আদালত গঠনের পর এটাই শেরপুরে প্রথম রায়। রায়ে আমরা সন্তুষ্ট।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নকলার ডাকাতিয়াকান্দা গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে মোফাজ্জলিয়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী ২০১৩ সালের ৮ ডিসেম্বর দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল।

এ সময় একই এলাকার দুই সন্তানের জনক বখাটে ফরহাদ হোসেন ওরফে সোনালী রাস্তায় তাকে কুপ্রস্তাব দেন। এতে ওই ছাত্রী রাজী না হওয়ায় তাকে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করেন।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার প্রায় দুই মাস পর ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি ধর্ষক সোনালীকে গাজীপুর থেকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা নকলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল মামুন তালুকদার ওই বছরের ২৮ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনালীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আজ রোববার রায় ঘোষণা করেন আদালত।

হাকিম বাবুল/এএম/জেআইএম