২০ টাকায় প্রাইভেটকার পেলেন টুনু
নওগাঁয় শিল্প ও বাণিজ্য মেলায় সোমবার শেষদিন ছিল উপচেপড়া ভিড়। হাজার হাজার নারী, পুরুষ ও শিশুদের সমাগম দেখা গেছে মেলায়।
এদিনে মেলায় শতাধিক স্টল ছিল। আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য ছিল লায়ন সার্কাস। মেলায় বিশেষ আর্কষণ ছিল ‘স্বপ্ন ছোঁয়া র্যাফল ড্র’। শেষদিনে পুরস্কারের সংখ্যা ছিল ৯১টি। আর প্রথম পুরস্কার ছিল ১৫ লাখ টাকার একটি প্রাইভেটকার।
রাত ১১টায় র্যাফল ড্র’র ফলাফল ঘোষণায় প্রথম পুরস্কার পেয়েছেন সদর উপজেলার আতিতা বেলতলী কীত্তিপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ টুনু বেওয়া। র্যাফল ড্রতে ভাগ্যের চাকা খুলে গেছে টুনুর। ২০ টাকার টিকিটে একটি প্রাইভেটকারের পাশাপাশি একটি টেলিভিশনও দেয়া হয় তাকে।
পুরস্কারস্বরূপ প্রাইভেটকার বিজয়ী টুনুর হাতে হাজার হাজার দর্শকের সামনে চাবি ও কাগজপত্র বুঝিয়ে দেন নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল।
এরপর প্রাইভেটকারের সামনের সিটে বসা টুনুকে নিয়ে মেলার বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড সিইও ফজলুল হক জুয়েল ড্রাইভ করে মেলার ভেতর চক্কর দেন।
খোঁজ নিয়ে জানা যায়, টুনুর স্বামী মারা গেছে অনেক আগেই। অভাবি সংসার। দুুই ছেলে ভ্যানচালক। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। দুই ছেলে মাকে ভরণপোষণ বহন করেন। মাঝে মধ্যে প্রতিবেশীর বাড়িতে কাজও করতে হয় টুনুকে। এখন হয়তো আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না তাকে।
মেলা কমিটির আয়োজকরা জানান, যেহেতু টুনু বেওয়া ও তার পরিবার গরিব মানুষ। সেহেতু প্রাইভেটকারটি তারা বিক্রি করবেন। এজন্য ১ম পুরস্কার দেয়ার পাশাপাশি ১টি টেলিভিশন দেয়ার ঘোষণা করা হয়। এছাড়া প্রাইভেটকার বিক্রির টাকা যেন টুনু বেওয়া সঠিকভাবে ব্যবহার করতে পারেন এজন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির মধ্যে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েশ আছেন।
পুরস্কারের বিষয়ে জানতে চাইলে টুনু বেওয়া বলেন, মেলার শেষ দিন শখের বসে টিকিটি কিনেছি। এতো টিকিটের ভেতর আমার ভাগ্যে সেটা উঠবে তা ভাবিনি। আল্লাহ আমার দিকে ফিরে দেখেছেন। কখনো গাড়িতে উঠতে পারবো তা স্বপ্নেও ভাবিনি। এই প্রথম প্রাইভেট গাড়িতে উঠলাম। বলতে বলতেই আবেগাপ্লুত হয়ে কান্না করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মেলা মিটির আহ্বায়ক ও চেম্বারের পরিচালক মোস্তাফিজুর রহমান টুনু, এম খালেক, মোস্তাফিজুর রহমান রনু, শেখ রুহুল আমিন আরমান, ইফতেখারুল ইসলাম সজীব, বেনারশি ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও ফজলুল হক জুয়েল, বাদল, রাশেল, স্বপ্ন ছোঁয়া র্যাফল ড্র পরিচালক এলাহী ও সুমন। র্যাফল ড্র পরিচালনা করেন আব্দুর রাজ্জাক।
আব্বাস আলী/এএম/জেআইএম