ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় শিশু হাসপাতাল স্থাপন করা হবে

প্রকাশিত: ০৪:০৫ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খুলনায় একটি আধুনিক শিশু হাসপাতাল স্থাপন করা হবে। সেবার চেয়ে বড় কিছু নেই। চিকিৎসক ও নার্সদের প্রথম কাজ হবে মানুষকে সেবা দেয়া।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় খুলনা শিশু হাসপাতাল পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জঙ্গি দমনে সফলতা অর্জন করেছে। দক্ষিণাঞ্চলকে উন্নয়নের ধারায় ফিরিয়ে এনেছেন। সর্বত্র উন্নয়নের ছোঁয়া পরিলক্ষীত হচ্ছে। ইতোমধ্যে ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। নার্সদের দ্বিতয় শ্রেণির মর্যাদা দিয়েছে সরকার। সরকারি প্রচেষ্টায় দেশে শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে। স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। খুলনা শিশু হাসপাতলকে সরকারি করার দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, খুলনায় একটি সরকারি শিশু হাসপাতাল করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক, সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ ফারুক হোসেন, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান প্রমুখ।

আলমগীর হান্নান/এআরএ/জেআইএম