ঝালকাঠিতে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি গ্রামে চার বছরের শিশুকন্যা ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকের এ ঘটনায় দুপুরে মোকলেছ হাওলাদার (৫৫) নামের ওই বৃদ্ধকে রমজানকাঠি গ্রাম থেকে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানান, চকোলেটের প্রলোভন দিয়ে বাড়ির পাশের বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে মোকলেছ হাওলাদার। শিশুটির রক্তক্ষরণ শুরু হলে ভয় পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে। সেই সঙ্গে বৃদ্ধ মোকলেছকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলছে শিশুটির।
মো. আতিকুর রহমান/এএম/জেআইএম