ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পর্শে পোল্ট্রি খামারি নিহত

প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পর্শে এক পোল্ট্রি খামারি নিহত হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে দক্ষিণ নাকশী গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন ওই এলাকার  মৃত নায়েব আলীর ছেলে।
 
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো খামারের মুরগির খাবার খাওয়ানোর জন্য কামাল হোসেন রাত ১টার দিকে খামারের ভেতরে যান। কিন্তু অসাবধানতাবশত সেখানে থাকা টিনের তৈরি বিদ্যুৎ বোর্ডে জড়িয়ে পড়েন তিনি। নিহত কামালের স্ত্রী মাজেদা খাতুন তার স্বামীর আসতে দেরি দেখে খামারে গিয়ে সেখানে কামালকে পরে থাকতে দেখে চিৎকার শুরু করেন। এসময় আশেপাশের লোকজন কামালের মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন।
 
এ ব্যাপারে নালিতাবাড়ীর থানা পুলিশের পুলিশ পরিদর্শক মুকুল হোসেন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কোনো বাদী না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
হাকিম বাবুল/এমএএস/এমএস