পঞ্চগড়ে এক হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
ফাইল ছবি
পঞ্চগড়ে এক হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব। শুক্রবার সন্ধার পর বোদা উপজেলার বেংহারি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নীলফামারি র্যাব-১৩ এর একটি দল তাদের আটক করে।
আটকরা হলেন, মো. রঞ্জু (৫৪) এবং মাসুদ (২৪)। এদের বাড়ি পাবনার কাশিনাথপুর বলে র্যাব জানায়।
র্যাব-১৩ ও স্থানীয় সূত্র জানায়, পাবনার মাদক ব্যবসায়ীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন থেকে বোদা উপজেলার মাড়েয়া এবং বেংহারি ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক কেনাবেচা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধার পর নীলফামারি র্যাব-১৩ এর এএসপি শাহিন কবীরের নেতৃত্বে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় বিক্রির জন্য মজুদকৃত এক হাজার পিছ ইয়াবাসহ তাদের আটক করে র্যাব।
র্যাব-১৩ এর এএসপি শাহিন কবীর জানায়, আটকদের নীলফামারি র্যাব সদর দপ্তরে নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।
সফিকুল আলম/এমএএস/এমএস