ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তেলের পাম্পে বিস্ফোরণে আহত দুইজনের মৃত্যু

প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

নওগাঁর ধামইরহাট উপজেলা সদরের পূর্ব পাশে অবস্থিত ন্যাশনাল ফিলিং স্টেশনের তেলের ট্যাংকি বিস্ফোরণে আহত আটজনের মধ্যে দুইজন মারা গেছেন। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে একজন এবং বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মাসুম পারভেজ (২৫) এবং ঢাকা কোচ চালক মমিনুল ইসলাম বাবু (৪৫)।

মমিনুল ইসলাম উপজেলার কোকিল গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে এবং মাসুম পারভেজ ন্যাশনাল ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী আকতার হোসেনের ছেলে।

জানা যায়, গত ২৬ জানুয়ারি ৮টার দিকে ট্যাংক লরি থেকে তেল ফিলিং স্টেশনের ট্যাংকিতে নামানোর সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ৮জন আহত হয়। এদের মধ্যে আহতদের মধ্যে মাসুম, মমিনুল ইসলাম ও পান্নার অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মাসুম পারভেজ এবং পান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাতদিন পর শুক্রবার মাসুম পারভেজ মারা যান।এরআগে বুধবার মমিনুল ইসলাম বাবু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্বাস আলী/আরএআর/এমএস