ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ১০:২৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

শেরপুরে নকলায় একটি পিকনিকের বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইকের যাত্রী এক কলেজ ছাত্র নিহত ও ৬ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের নকলা উপজেলার জালালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র সোহানোর রহমান শান্ত (১৮) শেরপুর সদর উপজেলার ফটিয়ামারি গ্রামের সেকান্দর হোসেনের ছেলে। তিনি ভীমগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুরের গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে পিকনিকে আসা ময়মনসিংহের ধোবাউড়া এলাকার পর্যটক বোঝাই সীমান্ত সার্ভিস (ঢাকা মেট্রো জ-১৪০৬৩৩) নামের একটি বাস পিকনিক শেষে ধোবাউড়া ফিরছিলো। এসময় পিকনকের বাসটি সদর উপজেলার ফটিয়ামারী থেকে নকলা শহররগামী ব্যাটারি চালিত একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের সামনের সিটে থাকা কলেজ ছাত্র শান্ত মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন এবং ইজবাইকে থাকা আরও ৬ জন যাত্রী আহত হয়। আহতদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নকলা থানার ওসি গোলাম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাস ও তার চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নকলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাকিম বাবুল/এআরএস