সিংড়ায় ট্রাকের ধাক্কায় আ.লীগের ২ নেতা নিহত
নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম জোড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিংড়া উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেনের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন বকুল (৪০) এবং বিলদহর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মধু মিয়া (৩৫)।
সিংড়া থানা পুলিশের উপ-পরিদর্শক আকতার হোসেন জানান, শুক্রবার রাতে ওই দুই আওয়ামী লীগ নেতা মোটরসাইকেল যোগে সিংড়া থেকে নন্দীগ্রাম যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম জোড়ব্রিজ এলাকায় একটি ট্রাকের ধাক্কায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়।নিহতদের মরদেহ উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে, দুর্ঘটনায় দুই আওয়ামী লীগ নেতার মৃত্যুর খরবে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় এমপি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে আসেন।
আরএআর/এমএস