মধ্যপাড়া পাথর খনিতে আবার যোগ দিলো শ্রমিকরা
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে পুনরায় শুরু হয়েছে পাথর উৎপাদনের কাজ। এ কারণে সাময়িক ছুটিতে থাকা শ্রমিক কর্মচারীরা পুনরায় কাজে যোগ দিয়েছেন। এতে খনিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
শনিবার ভোর ৬টা থেকে দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলন অতি দ্রুত শুরু করার লক্ষে দ্বিতীয় শিফটে খনির উন্নয়ন কাজ শুরু করেছে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
জিটিসি মহাব্যবস্থাপক প্রশাসন জাবেদ সিদ্দিকি জানান, পাথর খনির উৎপাদন বৃদ্ধির লক্ষে খনির ভূ-গর্ভে নতুন স্টোপ (শিলা উৎপাদন ইউনিট) নির্মাণসহ খনির উন্নয়নে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশ্বমানের অত্যাধুনিক মেশিনারিজ ও যন্ত্রাংশ আমদানি করা হয়েছে।
বিভিন্ন দেশ থেকে এসব মেশিনারিজ ও যন্ত্রাংশ সংগ্রহ এবং আমদানি প্রক্রিয়ায় সময়ক্ষেপণ হওয়ায় খনির উন্নয়ন কাজে বিঘ্ন ঘটে। ফলে গত কয়েক মাসে খনির কার্যক্রম চালাতে জিটিসিকে লোকসান গুণতে হয় কোটি কোটি টাকা।
জানা যায়, ইতোমধ্যে প্রায় সকল মেশিন ও যন্ত্রাংশ খনিতে এসে পৌঁছেছে। খনি থেকে দ্রুত পাথর উৎপাদন শুরু করার জন্য উন্নয়ন কাজ অল্প সময়ে শেষ করার লক্ষে ২ শিফটে কাজ শুরু করা হয়েছে।
জিটিসিতে কর্মরত বিদেশি খনি বিশেষজ্ঞ দল দিনে রাতে এসব আধুনিক মেশিন স্থাপনে কাজ করে যাচ্ছেন। পুরো উৎপাদন কার্যক্রম শুরু হলে পর্যায়ক্রমে সাময়িক কর্ম বিরতিতে থাকা সকল খনি শ্রমিক চাকরিতে যোগ দেবেন।
উল্লেখ্য, খনি চালু নিয়ে এলাকাবাসীর মধ্যে যে জল্পনা কল্পনা ছিল দ্বিতীয় শিফটে কাজ শুরু হওয়ায় তা দূর হয়েছে।
এ বিষয়ে মধ্যপাড়া গ্রাণাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মীর আব্দুল হান্নান বলেন, পাথর খনিতে আমদানীকৃত আধুনিক এসব মেশিন বসানোর ফলে দ্রুত গতিতে উন্নয়ন কাজ শেষ হবে এবং খনির উৎপাদন বহুগুণ বেড়ে যাবে। খনির উন্নয়নকালীন সময়েও খনি থেকে পাথর উত্তোলন হবে বলেও জানা গেছে।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি