ধর্মপাশায় সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত
সুনামগঞ্জের ধর্মপাশায় বিল দখলকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
রোববার বেলা ১২টার দিকে উপজেলার বানারশিপুর ও স্বরশ্বতিপুর গ্রামের লোকজনদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় সাবেক ইউপি সদস্য শুক্কুর আলী (৬৪), আসমা বেগম (৩২), ফজর আলীসহ (২৮) তিনজনকে পার্শ্ববর্তী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ১০ জনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় ইজরা নামক জলমহালটি (বিল) উপজেলা পরিষদ থেকে ইজারা নেন বানারশিপুর গ্রামের আব্দুল মোতালিব (৪৮)। বিলের পাশেই স্বরশ্বতীপুর গ্রামের জামে মসজিদের একাধিক ডোবা রয়েছে। সকালে ইজারাদার একাধিক শ্যালো মেশিন নিয়ে মসজিদের ডোবাসহ ওই বিলটি শুকিয়ে মাছ ধরতে গেলে স্বরশ্বতীপুর গ্রামের লোকজন বাধা দেয়। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়।
ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজু আহমেদ রমজান/এআরএ/পিআর