মহাসচিবের বিয়েতে ওসির শুভেচ্ছা ব্যানার
বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির মহাসচিব উত্তম দাস এর বিয়ে ও বউভাতের শুভেচ্ছা জানিয়ে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, এলএসডি) মো. মিজানুর রহমান ৩টি শুভেচ্ছা ব্যানার বানিয়েছেন। এ নিয়ে জনমনে আলোচনা সমালোচনার শেষ নেই।
জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির মহাসচিব উত্তম কুমার দাস`র বিয়ে হয়। আর বউভাত আগামি ৮ ফেব্রুয়ারি। তারই শুভেচ্ছা জানিয়ে সরকারি কর্মকর্তার এ ব্যানার।
ব্যানারে লেখা হয়েছে, `বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির জনপ্রিয় সুযোগ্য মহাসচিব জনাব উত্তম কুমার দাস-এর শুভ বিবাহ উপলক্ষে আগত খাদ্য পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সৌজন্যে: মো. মোহাম্মদ মিজানুর রহমান দপ্তর সম্পাদক, ঢাকা বিভাগ, বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি।`
এ ব্যাপারে সাধারণ জনগণের সঙ্গে কথা বললে তারা জানান, খাদ্য গুদামের সরকারি কর্মকর্তা মিজানুরের ঘুষ ছাড়া তো আর কাজ নেই। টাকা কোথায় খরচ করবে তাই ব্যানার বানিয়ে খরচ করেন।
এ ব্যাপারে গোসাইরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) ও বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির ঢাকা বিভাগের দফতর সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমি শুভেচ্ছা জানিয়ে ব্যানার করেছি ঠিক আছে। কিন্তু এখনো টানাই নাই। আর টানাবো না।
বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির মহাসচিব উত্তম কুমার দাস মোবাইল ফোনে বলেন, আমি তো মিজানকে ব্যানার করতে বলিনি এ বলে ফোন কেটে দেন।
শরীয়তপুর খাদ্য নিয়ন্ত্রক মো. সামসুজ্জামান খান বলেন, ব্যাপারটি আমি জা নিনা। তবে সরকারি কোনাে কর্মকর্তা এসব করতে পারবেন না। ব্যাপারটি দেখছি।
ছগির হোসেন/এফএ/আরআইপি