ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিজিবির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ১০:৩০ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

নওগাঁর পোরশায় বিজিবির খাদ্য বহনকারী ট্রাকের ধাক্কায় জালাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার গাঙ্গুরিয়া বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন উপজেলার গোবিরাকুড়ি গ্রামের জহির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাঙ্গুরিয়া বাজার থেকে জালাল উদ্দিন সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় জেলার সাপাহার দীঘির মোড় থেকে বিজিবির খাদ্য বহনকারী ট্রাক পেছনে থেকে ধাক্কা দিলে জালাল উদ্দিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পোরশা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম বলেন, বয়স্ক লোক কানে কম শুনেন। বিজিবির গাড়ি পিছন থেকে হর্ণ দিলে পাশে থাকা ‘স’ মিলের কাঠের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান। পরে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আব্বাস আলী/এআরএ/জেআইএম