ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের প্রীতি ভলিবল প্রতিযোগিতা

প্রকাশিত: ০৩:১৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল সাড়ে তিনটায় চিনাকান্দি বিওপির (বর্ডার অভজারবেশন পোস্ট) দায়িত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা পিলার ১২১০/১০-এস এর নিকট হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপাড়া নামক স্থানে উভয়দেশের সীমান্তরক্ষীদের নিয়ে এক সৌহার্দপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।

এর আগে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি)।
 
Sunamganj
বিজিবির দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় ২-১ সেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন- ২৮ এর খেলোয়াররা বিএসএফ-১১ ব্যাটালিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতা শেষে প্রতিপক্ষ বিএসএফ-১১ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অশোক কুমার যাদব এর উপস্থিতিতে বিজয়ী ও বিজীত খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, কোম্পানি কমান্ডার ও বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, কোম্পানি কমান্ডারসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সীমান্তে বসবাসরত জনসাধারণ উপস্থিত ছিলেন।

রাজু আহমেদ রমজান/এফএ/পিআর