ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মা-মেয়েসহ নিহত ৪

প্রকাশিত: ০৩:৩৯ এএম, ৩১ মার্চ ২০১৫

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে মা ও মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর ও শিবগঞ্জ উপজেলার   উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে এরা মারা যান। এতে আরো দুইজন আহত হয়েছে।

নিহতরা হলেন, ফুলেরা বেগম (৩৫) ও তার মেয়ে ববিতা খাতুন (৯) । নিহতরা ওই গ্রামের আশরাফ আলীর স্ত্রী ও মেয়ে।  একই সময়ে সদর উপজেলার কালীনগর-ছাভানিয়া গ্রামে রেবিনা বেগম (৫০) নামে এক মহিলা বজ্রপাতে মারা যান।  তিনি ওই গ্রামের এনামুল ইসলামের স্ত্রী। এছাড়া শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায়  সাইদুর রহমান (২৬) নামে আরো একজন মারা যান। বজ্রপাতে আহত আরো দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবীর জানান, বিকাল সাড়ে  পাঁচটার দিকে মেঘে চারদিক অন্ধকার হয়ে যায় এবং প্রচন্ড ঘুর্ণিঝর ও বজ্রপাত শুরু হয়। এ বজ্রপাতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান। সাইদুর ও রেবিনা বেগমকে হাসতাপালে নেয়ার পথে মারা যান।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক এই তথ্য নিশ্চিত করেছেন।

এসএইচএ/আরআইপি