দুই পায়ের বাছুর জন্ম দিলো গাভি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দক্ষিণ গোতামারী গ্রামের কৃষক আব্দুল করিমের (৫০) একটি গাভি দুই পায়ের বাছুরের জন্ম দিয়েছে। বাছুরটির বয়স একদিন। জন্ম নেয়ার পর বাছুরটি বেঁচে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে বাছুরটি এখনও সুস্থ রয়েছে।
এদিকে, দুই পায়ের বাছুরের জন্মের পর হতাশ হয়ে পড়েছেন গাভির মালিক। তিনি ভাবছেন, বাছুরটিকে আর বাঁচানো যাবে না। বাছুরটি চলাচলের চেষ্টা করেও কোনোভাবে দাঁড়াতে পারছে না।
হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দক্ষিণ গোতামারী গ্রামের কৃষক আব্দুল করিমের গাভির সোমবার রাতে দুই পায়ের এই বাছুরের জন্ম দেয়। দুই পায়ের বাছুরটি দেখার জন্য উৎসুক লোকজন আব্দুল করিমের বাড়িতে ভিড় জামিয়েছে।
মঙ্গলবার দুপুরে গোতামারী ইউনিয়নের দক্ষিণ গোতামারী গ্রামে কৃষক আব্দুল করিমের বাড়িতে গেলে দেখা যায়, দুই পায়ের বাছুরটি সুস্থ আছে। তবে উঠে দাঁড়ানোর চেষ্টা করেও বাছুরটি দাঁড়াতে পারছে না।
কৃষক আব্দুল করিম স্ত্রী জমিলা বেগম (৩৫) বলেন, বাছুরটি জন্মের পর চিন্তিত হয়ে পড়ি। এই বাছুরটি বাঁচবে কিনা বলতে পারছি না। তবে বাঁচানোর চেষ্টা করছি। বাছুরটিকে ধরে গাভীর দুধ খাওয়ানো হচ্ছে। জন্মের পর থেকে এখনও কোনো সমস্যা হয়নি। বাছুটি জন্মের পর কোনো প্রকার চিকিৎসাও দেয়া হয়নি।
ওই গ্রামের কৃষক আ. সামাদ (৪৫) বলেন, দুই পায়ের জন্ম নেয়া গাভির বাছুর বেশি দিন বেঁচে থাকে না। লালন পালনে কষ্ট হয়। এই বাছুর চলতে পারে না, উঠে দাঁড়াতে পারে না।
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর উপজেলার প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. মকবুল হোসেন বলেন, গাভির জিনগত সমস্যার কারণে এমন বাছুরের জন্ম হতে পারে। তবে এমন ঘটনা জেলায় বেশি ঘটছে।
রবিউল হাসান/এএম/এমএস