ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেড়াতে এসে গাছ থেকে পড়ে মারা গেলেন জামাতা

প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে গাছ থেকে পড়ে মো. দেলোয়ার হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দেলোয়ার হোসেন জেলার মানিকছড়ি উপজেলার মোলাইপাড়া গ্রামের অলি আহাম্মদের ছেলে। পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মো. দেলোয়ার হোসেন চারদিন আগে পানছড়ির মোল্লাপাড়াস্থ শ্বশুর আলী নুরের বাড়িতে বেড়াতে আসে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্বশুর বাড়িতে একটি গাছ থেকে লাকড়ি কাটার সময় হাত ফসকে নিচে পড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে। খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/আরআইপি