ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুর বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কার ৬

প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

এসএসসি পরীক্ষার চতুর্থ দিন দিনাজপুর শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও এদিন ৩৪০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন জানান, এসএসসি পরীক্ষার চতুর্থ দিন বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় এক লাখ ৫৩ হাজার ৫২৫ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৫৩ হাজার ১৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদিনের পরীক্ষায় ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে গাইবান্ধায় পাঁচজন ও ঠাকুরগাঁয়ে একজন।

এছাড়া এদিনের পরীক্ষায় ৩৪০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।দিনাজপুর বোর্ডের অধীন আট জেলার অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে রংপুরে ৫৫ জন, গাইবান্ধায় ৪৩, নীলফামারীতে ২৮, কুড়িগ্রামে ৪৫, লালমনিরহাটে ৪৪, দিনাজপুরে ৭৯, ঠাকুরগাঁয়ে ২৯ ও পঞ্চগড় জেলায় ১৭ জন। এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম