ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেট ডিসি অফিসে দুদকের অভিযানে কর্মচারীদের বাধা

প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অভিযান চালাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন দুদকের কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় কার্যালয় থেকে এক কর্মচারীকে আটক করার সময় দুদকের কর্মকর্তাদের সঙ্গে কার্যালয়ের  কর্মচারীদের বাকবিতাণ্ডা হয়।

এদিকে, জেলা প্রশাসন কার্যালয়ে হঠাৎ দুদকের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কর্মচারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সাড়ে ৪টার সময় জেলা প্রশাসক কার্যালয় থেকে অফিস সহকারী আজিজুর রহমানকে গ্রেফতার করে দুদক। তবে বাইরে নিয়ে আসার সময় অন্যান্য কর্মচারীদের সঙ্গে দুদকের বাকবিতাণ্ডা শুরু হলে এক পর্যায়ে আজিজুর রহমানকে ছিনিয়ে নেন কর্মচারীরা।

এসময় তারা জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে গ্রেফতারের দাবি জানান। তার বিরুদ্ধে অভিযোগ কী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দুদক কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের রুদ্ধদ্বার বৈঠক চলছে বলে জানা গেছে।

ছামির মাহমুদ/এআরএ/পিআর