ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের ২ যাত্রী নিহত

প্রকাশিত: ০২:৩২ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন। শনিবার ভোর ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীপুর আইড়মারী ব্রিজ এলাকায় নূরে আলম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে শহীদ (৩৭) অপরজন ফুলচাঁন (৪০)।
 
বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন নূর জানান, গাজীপুর থেকে ৮-১০ জন একটি পিকআপভ্যানে করে বড়াইগ্রামের রাজাপুরের মাছের আড়তের উদ্দেশ্যে বের হন। পথে পিকআপভ্যানটি শ্রীপুর আইড়মারী ব্রিজ এলাকায় নূরে আলম ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে ছিল।

এসময় একটি ট্রাক এসে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরএআর/এমএস