ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উল্লাপাড়ায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৬:০৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  নিখোঁজের একদিন পর তামিম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের নরসিংহপাড়া গ্রামের পশ্চিম পাশে একটি খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু তামিম উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের চক পাঙ্গাসী গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, শিশু তামিম নরসিংহপাড়ায় তার নানা বাড়ি বেড়াতে গিয়ে শুক্রবার নিখোঁজ হয়। শনিবার সকালে গ্রামের পশ্চিম পাশে একটি খেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে  স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো  হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস