ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কমান্ডারকে সভাপতি না করায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই বন্ধ

প্রকাশিত: ১১:৩৭ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারকে সভাপতি না করায় মুক্তযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে সদর উপজেলা অডিটোরিয়ামে এ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

বাছাই কমিটি সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলায় শনিবার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এমএ ছাত্তার খানসহ যাচাই-বাছাই কার্যক্রম কমিটির চারজন উপস্থিত না থাকায় বাছাই কার্যক্রম বন্ধ করে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার সদর উপজেলায় অনলাইনে আবেদনকৃত ১৪২ জন আবেদনকারী ও জামুকায় সরাসরি আবেদনকৃত ২৮ জন আবেদনকারীর যাচাই-বাছাই করার কথা ছিল।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এমএ ছাত্তার খান বলেন, গতকাল রাত পর্যন্ত আমাকে সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম কমিটির সভাপতি করার কথা ছিল। কিন্তু আজ শুনছি আমাকে সভাপতি পদ থেকে বাদ দিয়ে জেলার সাধারণ মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়াকে সভাপতি করেছেন। তাই আমি অপমান বোধ করছি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল (কল্যাণ ও পুনর্বাসন ) মহাসচিব মো. আলাউদ্দিন মিয়া বলেন, এমএ ছাত্তার খানের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সমস্যা রয়েছে। তিনি বাছাই কমিটির সভাপতি হয় কী করে। এছাড়া কমিটির সাত সদস্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদার, সহকারী কমান্ডার মুনসুর মোল্যা, সাবেক জেলা কমান্ডার হাবিবুর রহমান মুক্তিযোদ্ধা হিসেবে বিতর্কিত।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাছাই কমিটির সদস্যসচিব মো. জিয়াউর রহমান বলেন, বাছাই কমিটির সভাপতি ছাড়া কোনো সদস্য আসেনি তাই বাছাই প্রক্রিয়া বন্ধ রয়েছে। বিকেল ৫টা পর্যন্ত দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

মো. ছগির হোসেন/এএম/জেআইএম