শালাকে কুপিয়ে জখম করলেন দুলাভাই
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় যৌতুকের দাবিতে বোন কেয়া আক্তার মনিকে (২৮) নির্যাতনের প্রতিবাদ করায় তার ভাই রবিউল ইসলাম শামীমকে কুপিয়ে জখম করেছে বোন জামাই।
এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে। এদিকে মামলা তুলে নেয়ার জন্য আসামিপক্ষের লোকজন বাদীর পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, দক্ষিণ গোপালপুর গ্রামের মহাসিন হাওলাদারের মেয়ে কেয়া আক্তার মনির সঙ্গে একই এলাকার জালাল মোল্লার ছেলে আরজু হাসান মানিকের ১২ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়।
ওই সময় তাকে যৌতুক হিসেবে নগদ অর্থ ও স্বর্ণঙ্কারসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল দেয়া হয়। এরপরও স্বামী আরজু হাসান মানিক ও শ্বশুর-শাশুড়ি যৌতুকের জন্য বিভিন্ন সময় কেয়ার আক্তার মনিকে যৌতুকের চাপ দেন।
যৌতুকের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে কেয়া আক্তার মনিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে শ্বশুর বাড়ির লোকজন।
নির্যাতনের প্রতিবাদ করায় কেয়া আক্তার মনির ভাই রবিউল ইসলাম শামীমকে দুলাভাই আরজু হাসান মানিক তার লোকজন নিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে কালকিনি থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
অপরদিকে, মামলা করায় আসামিপক্ষের লোকজন মামলা তুলে নেয়ার জন্য পুনরায় বাদীর পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীর পরিবার।
এ ব্যাপারে কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ বিষয় থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
এ কে এম নাসিরুল হক/এএম/পিআর